ইডি-র দফতরে হাজিরা দিলেন না সঞ্জয় রাউত, বললেন এখন সংসদের অধিবেশন চলছে

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): অর্থ তছরুপ মামলায় বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দেওয়ার কথা থাকলেও, এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিলেন না শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। উল্টে ইডি-র কাছে সময় চাইলেন তিনি। সঞ্জয় রাউত জানিয়েছেন, এখন সংসদের বাদল অধিবেশন চলছে, আমি দিল্লিতে থাকব, তাই হাজিরা দেওয়া সম্ভব নয়। সঞ্জয় রাউতের এই বক্তব্যের প্রেক্ষিতে ইডি-র কোনও বক্তব্য পাওয়া যায়নি।

অর্থ তছরুপ মামলায় বুধবার বেলা এগারোটা নাগাদ ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে। সেই মতই ইডি-র পক্ষ থেকে তাঁকে সমনও পাঠানো হয়েছিল। কিন্তু, এদিন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিলেন না। বুধবার সকালে সঞ্জয় রাউত জানিয়েছেন, “সংসদের অধিবেশন চলছে। আমি ইডি-র কাছ থেকে অব্যাহতি চেয়েছি। আমি দিল্লিতেই থাকব।” অর্থ তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেওয়ার জন্যই সঞ্জয় রাউতকে সমন পাঠানো হয়েছিল।