আগরতলা, ২০ জুলাই : ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে পৌর নিগমের সকল কর্পোরেটরদের নিয়ে আগরতলা পুরনিগমের কনফারেন্স হলে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, স্টেট নোডাল অফিসার তথা এইডস কন্ট্রোল সোসাইটির মিশন অধিকর্তা ডা: দীপ দেববর্মা, বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরগণ।
এদিনের এই সচেতনতা মূলক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার জানান, বর্তমান সময়ে যুবসমাজ নেশায় আসক্ত হয়ে পড়েছে। বেশিরভাগ যুবকেরা ড্রাগসের করাল গ্রাসে নিমজ্জিত। যার ফলে বৃদ্ধি পাচ্ছে এইডস রোগের সংখ্যা। জনসাধারণের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করতে এদিন কর্মসূচিতে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।এদিকে ডা: দীপ দেববর্মা বলেন, বর্তমান সময়ে যতগুলি এইডস আক্রান্ত রোগীর সন্ধান মিলছে এর মধ্যে বেশির ভাগই ড্রাগসের নেশার কারণে এই মারণ রোগের সংস্পর্শে আসছেন। তাই জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেই এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের সচেতন করার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।