নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): সিপাহী বিদ্রোহের মহান নায়ক অমর শহীদ মঙ্গল পান্ডকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের পথপ্রদর্শক এবং ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের নায়ক মঙ্গল পান্ডেকে স্মরণ করে মঙ্গলবার এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, সাহস ও সঙ্কল্পের সমার্থক হলেন মহান মঙ্গল পান্ডে।
প্রধানমন্ত্রী এদিন টুইট বার্তায় লিখেছেন, মহান মঙ্গল পান্ডে সাহস ও সঙ্কল্পের সমার্থক। তিনি আমাদের ইতিহাসের অত্যন্ত সংকটময় সময়ে দেশপ্রেমের স্ফুলিঙ্গ জ্বালিয়েছিলেন এবং অগণিত মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছি। এই বছরের শুরুতে মেরঠে তাঁর মূর্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন।