অমরাবতীতে দুটি গাড়ির সংঘর্ষে ৬ জনের মৃত্যু

অমরাবতী, ১৮ জুলাই ( হি.স.) : গত রাতে অমরাবতীর পাত্রওয়াদা-বেতুল সড়কের নিভোনার কাছে গাড়ি ও বাইকের সংঘর্ষে ৬ জনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

মৃতদের নাম পান্ডুরং রঘুনাথ শানওয়ার, সতীশ সুখদেব শানওয়ার, সুরেশ নির্মলে, রমেশ ধুরভ, প্রতীক দিনেশরাও মান্দাভকর, অক্ষয় সুভাষ দেশকর। এ ঘটনায় আহত সঞ্জয় গজানন অচলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, রবিবার রাতে সিরাজগাঁও থানা পাত্রওয়াড়া-বেতুল সড়কের নিভোনার কাছে একটি গাড়ি ও বাইকের সংঘর্ষ হয়। পুলিশ গাড়িতে আটকে থাকা ৬ জনকে বের করে এবং বাইক চালকসহ সবাইকে অচলপুর সাব জেলা হাসপাতালে ভর্তি করে। চিকিত্সকরা ছয়জনকে মৃত ঘোষণা করেন এবং একজন চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *