খারাপ হচ্ছে পরিস্থিতি, শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা জারি করলেন বিক্রমাসিঙ্ঘে

কলম্বো, ১৮ জুলাই (হি.স.): শ্রীলঙ্কায় ফের জারি জরুরি অবস্থা। দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘে শ্রীলঙ্কায় ফের নতুন করে জরুরি অবস্থার ঘোষণা করেন। প্রসঙ্গত, ২০ জুলাই শ্রীলঙ্কায় নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন রনিল বিক্রমাসিঙ্ঘে। এই মুহূর্তে উভয় সঙ্কটে দ্বীপরাষ্ট্র। অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কা এখন ভুগছে রাজনৈতিক সঙ্কটেও। এই আবহে দেশ জুড়ে জরুরি অবস্থার ঘোষণা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তথা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে।

রবিবার রাতে সরকারের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট ঘিরে শ্রীলঙ্কায় উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতেই এই জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে,’জনগণের নিরাপত্তার স্বার্থে, জনশৃঙ্খলার রক্ষার্থে, জনগণের জীবনধারণের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবা রক্ষণাবেক্ষণের স্বার্থে এই সিদ্ধান্তই সমীচীন।’ প্রসঙ্গত, গত বুধবারই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দফতরের তরফেও জরুরি পরিস্থিতির ঘোষণা করা হয়েছিল। এবার পুনরায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে জরুরি অবস্থা জারির পথেই হাঁটলেন বিক্রমাসিঙ্ঘে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *