Rahul Gandhi: বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিকে ধ্বংস করছে বিজেপি : রাহুল গান্ধী

দিল্লি, ১৮ জুলাই (হি.স.): ফের জিএসটি বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তের নাভিঃশ্বাস উঠতে শুরু করেছে। প্রতিদিনের পণ্যতে যেভাবে জিএসটি বাড়ানো হয়েছে, তাতে বিশ্বের সবচেয়ে বড় এবং দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতিকে ধ্বংস করতে চাইছে বিজেপি। এবার এমনই অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী সোমবার টুইট করে জিএসটি বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন।

বিভিন্ন সামগ্রী ওপর জিএসটি-র হার সোমবার বেড়েছে। ১৮ শতাংশ হারে জিএসটি বসছে প্রিন্টিং এবং লেখার ও আঁকার কালি, ছুরি, পেনসিল সার্পনার, প্লেট, কাঁটা চামচ, বিদ্যুৎ-চালিত পাম্প, বাইসাইকেল পাম্প, ক্লিনিং মেশিন, দানা শস্যের খাদ্য তৈরির শিল্পে ব্যবহৃত যন্ত্র, এয়ার-বেস্ড আটা চাকী, এল ই ডি বাতি, সোলার ওয়াটার হিটার, চেক বই ইত্যাদির ওপর। রাস্তা, সেতু, রেল, মেট্রো জল পরিশোধন প্রকল্প, শ্মশান ইত্যাদির কাজের বরাত পেলে তার ওপরেও ১৮ শতাংশ জি এস টি বসবে। ১২ শতাংশ জিএসটি বৃদ্ধি হয়েছে হোটেলের ঘর ভাড়া দৈনিক ১ হাজার টাকার ওপরে হলে। হাসপাতালে আইসিইউ বাদে কেবিন ভাড়া ৫ হাজার টাকার বেশি হলে দিতে হবে ৫ শতাংশ জিএসটি।

এই জিএসটি বৃদ্ধি নিয়ে সোমবার টুইট করে রাহুল গান্ধী লিখেছেন, “উচ্চ কর, চাকরি নেই। যেটি একসময় বিশ্বের দ্রুত ক্রমবর্ধনশীল অর্থনীতির একটি ছিল, তা কীভাবে ধ্বংস করা যায় তা নিয়ে বিজেপির মাস্টারক্লাস।” অর্থাৎ রাহুলের অভিযোগ, একদিকে যেমন কর বাড়ছে, তেমনি কাজ হারাচ্ছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *