Tamim Iqbal :বিশ্বকাপের আগে টি-২০ আন্তর্জাতিক থেকে অবসর তামিম ইকবালের, ধাক্কা বাংলাদেশে

ঢাকা, ১৭ জুলাই ( হি.স.) : আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের তামিম ইকবাল। বাঁহাতি ব্যাটারের হঠাৎ এই সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। আগামী টি-২০ বিশ্বকাপেও বাংলাদেশ তাঁকে পাবে না।

রবিবার ফেসবুকে তামিম লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-২০ থেকে আজ অবসর নিলাম। ধন্যবাদ সবাইকে।’ টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেও দেশের হয়ে টেস্ট ম্যাচ এবং এক দিনের ক্রিকেট খেলবেন বলে জানিয়েছেন তামিম।
৩৩ বছরের তামিমকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার হিসাবে বিবেচনা করা হয়। ২০০৭ সালে আন্তর্জাতিক টি-২০তে অভিষেক হয় তাঁর। ২০২০ সালের মার্চে জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষবার দেশের হয়ে ২০ ওভারের ক্রিকেট খেলেছেন তামিম। চোট-আঘাত এবং ব্যক্তিগত কারণে তার পর থেকে আর আন্তর্জাতিক টি-২০তে দেখা যায়নি তামিমকে। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে খেলেননি এই বাঁহাতি ব্যাটার।

বাংলাদেশের হয়ে ৭৮টি টি-২০ ম্যাচে ১৭৫৮ রান করেছেন তামিম। গড় ২৪.০৮। স্ট্রাইক রেট ১১৬.৯৬। টি-২০ আন্তর্জাতিকে একটি শতরান এবং সাতটি অর্ধশতরান করেছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ২৫টি শতরান, ৯১টি অর্ধশতরান-সহ ১৪ হাজারের বেশি রান করেছেন তামিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *