হাওড়া, ১৭ জুলাই (হি.স.) : হাওড়ায় বাইক নিয়ে গার্ডওয়ালে ধাক্কা । শনিবার গভীর রাতে সলপ ব্রিজে একটি তীব্র গতির বাইক গার্ডওয়ালে ধাক্কা মারলে ব্রিজ থেকে ৩০ ফুট নিচে ছিটকে পড়ে যান বাইক আরোহী এক দম্পতি । রক্তাক্ত অবস্থায় তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।
জানা গেছে, গতরাতে হাওড়ার ইচ্ছাপুরে আত্মীয়ের বাড়িতে পুজো দেখতে গিয়েছিলেন পাকুড়িয়া এলাকার দম্পতি। নাম প্রসেনজিৎ সিং ও তনুশ্রী সিং। রাত বারোটা নাগাদ বাইকে চেপে ফিরছিলেন তাঁরা। সলপ ব্রিজ থেকে নামার সময় ঘটে যায় দুর্ঘটনাটি। ব্রিজ থেকে নামার সময় বাইকের গতি অনেকটা বেশি ছিল। পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মেরে ব্রিজ থেকে প্রায় ৩০ ফুট নিচে সার্ভিস রোডে ছিটকে পড়েন ওই দম্পতি।
সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মদ্যপ অবস্থায় বাইক চালানো হচ্ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, এধরনের দুর্ঘটনা রুখতে রাতে একাধিক সেতু বন্ধ রাখা হয়। এমনকী, দু’চাকার গাড়ি ওঠায় নিষেধাজ্ঞা জারি থাকে। তারপরেও সলপ এলাকায় এধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল।