Badal session :আজ বাদল অধিবেশন নিয়ে সর্বদলীয় বৈঠকের ডাক কেন্দ্রীয় সরকার-র

নয়াদিল্লি, ১৭ জুলাই ( হি.স.) : সংসদের বাদল অধিবেশন শুরুর ঠিক একদিন আগে সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। রবিবারের এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। সংসদে বাদল অধিবেশনের সময়কাল ১৮ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত। সরকারের তরফে বলা হয়েছে, এই বর্ষা অধিবেশনে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করা হবে।

এর আগে, লোকসভার স্পিকার ওম বিড়লা শনিবার সর্বদলীয় বৈঠকে সব দলকে সংসদের শান্তি ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন। বৈঠকে জানানো হয়, সংসদের কার্যাবলীর তালিকা অনুযায়ী ১৪টি বিল মুলতুবি রয়েছে এবং ২৪টি নতুন বিল রয়েছে। লোকসভার স্পিকার বিড়লা সদস্যদের জানিয়েছিলেন যে অধিবেশন চলাকালীন ১৮টি বৈঠক হবে এবং মোট সময় ১০৮ ঘন্টা হবে। এতে প্রায় ৬২ ঘণ্টা থাকবে সরকারি কাজে।