আগরতলা, ১৭ জুলাই৷৷ বেকার সমস্যার সমাধান সহ ১১ দফা দাবির ভিত্তিতে সোমবার থেকে আগরতলায় সিটি সেন্টারের সামনে ৭২ ঘণ্টার গণ অবস্থানের সামিল হচ্ছে যুব কংগ্রেস৷ যুব কংগ্রেসের গণ অবস্থানে সামিল হওয়ার জন্য প্রদেশ সভাপতি রাখু দাস সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷
বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যের ক্ষমতায় আসার আগে রাজ্যের জনগণ এবং বেকার যুবক-যুবতীদের নানা স্বপ্ণ দেখিয়েছিল৷ সেই স্বপ্ণে বিভুর হয়েই বেকার যুবক যুবতীরা বিজেপির চলো পাল্টাই স্লোগানে আকৃষ্ট হয়ে দুহাত ভরে আশীর্বাদ করে বিজেপিকে ক্ষমতায় আসীন করেছিল৷ বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বছরে ৫০ হাজার বেকারকে সরকারি চাকুরী প্রদান করবে৷ মিসড কল দিলেই চাকুরী মিলবে৷ কিন্তু ক্ষমতায় আসার পর বিজেপি সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি৷ বিগত বাম জমনায় রাজ্যে বেকারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৭ লক্ষ৷ বর্তমান সরকারের আমলে বেকারের সংখ্যা আরো অনেক বৃদ্ধি পেয়েছে৷ কর্মসংস্থানের সুযোগ আরো সংকুচিত হওয়ায় বেকাররা দিশেহারা হয়ে বিপথে পরিচালিত হচ্ছে৷ তাতে সমাজ কলুষিত হচ্ছে৷ বিজেপির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে প্রদেশ যুবক কংগ্রেস আগরতলায় সিটি সেন্টারের সামনে ১৮ জুলাই থেকে ৭২ ঘন্টার গণ অবস্থান আন্দোলনের ডাক দিয়েছে৷ মোট ১১ দফা দাবির ভিত্তিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে৷ বেকারদের কর্মসংস্থান, টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের অবিলম্বে নিয়োগ, জেআরবিটির ফলাফল অবিলম্বে প্রকাশ করে তাদেরকে চাকরির ব্যবস্থা করা সহ জনস্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য দাবির ভিত্তিতেই এই গণ অবস্থানের ডাক দেওয়া হয়েছে৷ গণ অবস্থানের সমর্থনে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস রবিবার আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সমস্ত অংশের বেকার যুবক যুবতীদের গণ অবস্থান আন্দোলনের শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন৷ এদিন সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি রাখু দাস স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য সরকার যদি বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে জরুরী ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন৷
2022-07-17

