চন্ডীগড়, ১৬ জুলাই (হি.স.): প্রয়াত হয়েছেন শিরোমণি অকালি দলের প্রবীণ নেতা ও পঞ্জাব বিধানসভার প্রাক্তন স্পিকার নির্মল সিং নির্মল সিং কাহলোন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত পঞ্জাবের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত রাজ্যের মন্ত্রী ছিলেন নির্মল সিং এবং ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত পঞ্জাব বিধানসভার স্পিকার ছিলেন। একটি নিয়োগ কেলেঙ্কারির মামলায় তিনি অভিযুক্ত ছিলেন, পরে আদালত তাঁকে বেকসুর খালাস করেছিল।
দলের প্রবীণ নেতা ও পঞ্জাব বিধানসভার প্রাক্তন স্পিকার নির্মল সিং নির্মল সিং কাহলোনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সুখবীর সিং বাদল। এক শোকবার্তায় সুখবীর জানিয়েছেন, তিনি আমাদের সকলের অনুপ্রেরণার উৎস ছিলেন। এই দুঃখের সময় তাঁর পরিবারের পাশে রয়েছি আমরা।