আগরতলা, ১৫ জুলাই : অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটি ত্রিপুরা শাখার উদ্যোগে শুক্রবার আগরতলা রেল স্টেশনে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এদিন স্টেশন ম্যানেজারের মাধ্যমে কেন্দ্রীয় রেলমন্ত্রীর নিকট ডেপুটেশন প্রদান করেন কমিটির ত্রিপুরা শাখার সদস্যরা।
এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটির রাজ্য আহ্বায়ক ভবতোষ দে বলেন, আজ সর্ব ভারতীয় প্রতিবাদ দিবস। তাই এই দিনটিকে সামনে রেখে সারা ভারতবর্ষ ব্যাপী রেলস্টেশন গুলিতে বিক্ষোভ প্রদর্শন করছেন অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইয়ুথ স্ট্রাগল কমিটি।
তিনি বলেন, কিছুদিন আগে সারা কেন্দ্রীয় রেল দপ্তর ৯০০০০ খালি পদকে সরিয়ে দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে এদিন বিক্ষোভের শামিল হয়েছেন তারা। তাদের দাবি, রেল দপ্তরের বেসরকারিকরণ করা চলবে না। তাছাড়াও শূন্যপদগুলিকে অবিলম্বে পূরণ করার দাবি জানিয়েছেন তারা।

