আগরতলা, ১৫ জুলাই : আজ ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে অসমের বন্যা দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিন উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি অ্যাসোসিয়েশনের এ কাজকে সাধুবাদ জানিয়েছেন।
মেয়র দীপক মজুমদার বলেন, ভয়াবহ বন্যার ফলে অসমে এক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘর বাড়িহীন অবস্থায় রয়েছেন বহু মানুষ। তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন এনজিও এবং সামাজিক সংস্থাগুলি। তাই এবার ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা আসামের মানুষের জন্য এগিয়ে এসেছেন।
এদিন ১ হাজার প্যাকেটে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রেরণ করা হয়েছে আসামের উদ্যোগে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।