আহমেদাবাদ, ১৪ জুলাই (হি.স.): প্রবল বর্ষণে গুজরাটের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টিতে নভসারি জেলায় সবচেয়ে খারাপ অবস্থা। নভসারি জেলায় পূর্ণা, অম্বিকা, কাবেরী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। নভসারির জেলাশাসক অমিত প্রকাশ জানিয়েছেন, বুধবার রাতেই বিপদসীমা অতিক্রম করেছে পূর্ণা নদী। নদী সংলগ্ন এলাকার ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, আড়াই হাজারের বেশি মানুষকে নিরাপদ ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।
টানা বৃষ্টি ও প্লাবন পরিস্থিতির জেরে নভসারিতে বৃহস্পতিবার সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গুজরাট সরকার। ওই জেলার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। জেলাশাসক জানিয়েছেন, ক্রমবর্ধমান জলস্তর বৃদ্ধি এবং নিরাপত্তার কথা মাথায় রেখে আহমেদাবাদ থেকে মুম্বই পর্যন্ত জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। জলস্তর নামলেই হাইওয়ে খুলে দেওয়া হবে। এদিকে, খারাপ অবস্থা গুজরাটের ভালসাদ জেলাতেও। ভালসাদ জেলায় দমন গঙ্গা নদীর উপর মধুবন বাঁধ থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে দেওয়া হয়েছে, কারণ অঞ্চলটি ভারী বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত হচ্ছে। জুনাগড়, গির সোমনাথ, দাং, ভালসাদ ও নভসারিতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ওই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।