নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): আগামী ১৫ জুলাই থেকে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার টিকা দেওয়া হবে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। ১৫ জুলাই থেকে আগামী ৭৫ দিন পর্যন্ত বিনামূল্যে দেওয়া হবে বুস্টার টিকা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীনতার ৭৫তম বর্ষ উদ্যাপন উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেন, ‘‘স্বাধীনতার ৭৫ তম বর্ষের উদ্যাপন হচ্ছে দেশে। কেন্দ্রের আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচির আওতায় বিনামূল্যে বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ জুলাই থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে। বিনামূল্যে বুস্টার টিকা পাওয়া যাবে আগামী ৭৫ দিন পর্যন্ত।’’ অনুরাগের কথায়, আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ মাসের ১৫ তারিখ থেকে পরবর্তী ৭৫ দিন পর্যন্ত, ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে।”