প্রবল বর্ষণে বিপর্যস্ত মুম্বই-সহ মহারাষ্ট্রের ২৭টি জেলা, বৃষ্টি ও বন্যায় মৃত্যু বেড়ে ৮৯

মুম্বই, ১৩ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টিতে বেহাল অবস্থা মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলায়। বৃষ্টি ও বন্যায় মহারাষ্ট্রের ২৭টি জেলায় বুধবার দুপুর বারোটা পৰ্যন্ত মৃত্যু হয়েছে ৮৯ জনের।

বিগত ২৪ ঘন্টাতেই মৃত্যু হয়েছে ৫ জনের। এই ২৭টি জেলা হল-পুণে, সাতারা, সোলাপুর, নাসিক, জলগাঁও, আহমেদনগর, বিড, লাতুর, ওয়াসিম, ইয়াভাতমাল, ধুলে, জালনা, আকোলা, ভান্দারা, বুলধানা, নাগপুর, নান্দুরবার, মুম্বই শহরতলি, পালঘর, থানে, নান্দেদ, অমরাবতী, ওয়ার্ধা, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, গড়চিরৌলি ও সাংলি। এই ২৭টি জেলায় এখনও পর্যন্ত ৮৯ জনের মৃত্যু হয়েছে, বিগত ২৪ ঘন্টায় পালঘর, গড়চিরৌলি ও নাগপুরে ৫ জনের মৃত্যু হয়েছে। এই ২৭টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ২৪৯টি গ্রাম। আহতের সংখ্যা ৬৮, মোট ১৮১টি প্রাণীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৭,৭৯৬ জনকে নিরাপদ স্থানে উদ্ধার করা হয়েছে।
এদিকে, প্রবল বৃষ্টিপাতের মধ্যেই মহারাষ্ট্রের কোলাপুর, পালঘর, নাসিক, পুণে এবং রত্নগিরি জেলায় ১৪ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী তিন দিনের জন্য মুম্বইয়েও বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *