মুম্বই, ১২ জুলাই (হি.স.): অবিশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে বাণিজ্যনগরী মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলাজুড়ে। বৃষ্টি থামছেই না, বরং বর্ষণ আরও বাড়ছে। মঙ্গলবার সকালেও প্রবল বেগে বৃষ্টি শুরু হয় মুম্বইয়ে, মুম্বই ও শহরতলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও আবার অতি ভারী বৃষ্টি হয়েছে। মাঝে মাঝে দমকা হাওয়া ঠান্ডা করে দিয়েছে বাণিজ্যনগরীকে। তবে, এই বৃষ্টিপাতের কারণে কিছু সময়ের জন্য থমকে যায় মুম্বইয়ের গতি, শ্লথ গতিতে চলাচল করে যানবাহন।
মুম্বইয়ে আগামী ১৪ জুলাই পর্যন্ত এমনই বৃষ্টি চলবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৪ জুলাই অবধি মুম্বইয়ে কমলা সতর্কতা জারি থাকছে। মুম্বই ছাড়াও এদিন পালঘর, থানে, রায়গড়, পুণে ও সাতারা জেলার ঘাট এলাকা, নান্দেদ, লাতুর প্রভৃতি জেলায় বৃষ্টিপাত হয়েছে। এদিকে, সোমবার গভীরে রাতে পুণে-তে একটি দোতলা বাড়ির দেওয়াল ভেঙে আহত হয়েছেন দু’জন। উদ্ধার করা হয়েছে দু’জনকে। পুণে-র নানা পেঠ এলাকার ঘটনা।