Football:সিকিমের কাছেও হারলো ত্রিপুরা, বৃহস্পতিবার আয়োজক মনিপুরের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই।। পরাজয় যেনও পিছ ছাড়ছে না ত্রিপুরার। মেঘালয়ের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করার পর আবারও হারলো ত্রিপুরা। এবার সিকিম পান্ডাসের বিরুদ্ধে। এনিয়ে আসরে ৪ ম্যাচ খেলে তিনটিতে পরাজিত হলো ত্রিপুরা। মনিপুরে অনুষ্ঠিত আমন্ত্রণমূলক প্রাইজমানি বালিকাদের ফুটবল প্রতিযোগিতায়। ওই রাজ্যের সাই মাঠে মঙ্গলবার ত্রিপুরা পাইথন্স পরাজিত হয় ০-‌২ গোলে সিকিম পান্ডাসের বিরুদ্ধে। ত্রিপুরাকে আরও ৩টি ম্যাচ খেলতে হবে। ওই তিনটি ম্যাচই হবে নিয়ম রক্ষার। এদিনও প্রাপ্ত সুযোগগুলো হেলায় নষ্ট করে হারতে হয়েছে রাজ্যদলকে। সুযোগ নষ্টে ত্রিপুরাকে কার্যত নেতৃত্ব দেন দলনায়িকা দিপালী হালাম। ৪ ম্যাচে কমকরেও ১০ টি সহজ গোলের সুযোগ নষ্ট করেছেন দিপালী। এছাড়া সুযোগ নষ্ট করেছেন পঞ্চমী দেবনাথ। খেলা শেষে হতাশ ত্রিপুরা দলের কোচ সুজিত ঘোষ মনিপুর থেকে টেলিফোনে বলেন,”এভাবে সুযোগ নষ্ট করলে কখনও জয় পাওয়া যায় না। প্রতিটি ম্যাচেই আমাদের মেয়েরা ভালো খেললেও প্রাপ্ত সুযোগ গুলো হেলায় নষ্ট করে দলকে চাপে ফেলে দিচ্ছে। যার খেসারত শেষ পর্যন্ত দিতে হচ্ছে দলকে।”‌ ১৪ জুলাই ত্রিপুরা পঞ্চম ম্যাচ খেলবে শক্তিশালী মনিপুরের বিরুদ্ধে।