জয়পুর, ১২ জুলাই ( হি.স.) : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) উদয়পুরের কানহাইয়া লাল খুনের ঘটনায় ধৃতদের আজ এনআইএ আদালতে পেশ করা হবে। মহসিন, আরিফ, মহম্মদ মহসিন, ওয়াসিম আলি এবং ফরহাদ মহম্মদ শেখ ওরফে বাবলা সহ প্রধান অভিযুক্ত গাউস মহম্মদ এবং মহম্মদ রিয়াজকে গ্রেফতার করা হয়েছে। এনআইএ এই সাত অভিযুক্তের পুলিশ হেফাজত মঙ্গলবার শেষ হচ্ছে। সূত্রের খবর, এনআইএ অভিযুক্তদের পুলিশি রিমান্ড বাড়ানোর জন্য আদালতকে অনুরোধ জানাতে পারে।
কানহাইয়ালাল হত্যা মামলায় এনআইএ আদালত ২ জুলাই মহম্মদ রিয়াজ, গোউস মহম্মদ এবং মহসিন খান এবং আসিফের খুনিদের ১০ দিনের পুলিশ রিমান্ডে হস্তান্তর করে। এর পরে এনআইএ অন্য দুই অভিযুক্ত মহম্মদ মহসিন এবং ওয়াসিম আলিকে গ্রেফতার করে আদালত থেকে পুলিশ রিমান্ডে নেয়। শনিবার গ্রেফতার হওয়া সপ্তম আসামি ফরহাদ মহম্মদ শেখ ওরফে বাবলাও পুলিশ রিমান্ডে রয়েছে।

