নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): ঘর্মাক্ত গরম থেকে দিল্লিবাসীকে স্বস্তি দিল প্রবল বৃষ্টি। সোমবার দুপুরের পর থেকে আচমকাই আবহাওয়া বদলে যায় রাজধানীতে, শুরু হয় অঝোরে প্রবল বৃষ্টি। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কাটিয়ে মনোরম পরিবেশ ফিরেছে দিল্লিতে। একধাক্কায় তাপমাত্রার পারদ কমে ২৭.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বৃষ্টির সৌজন্যে ঘর্মাক্ত গরম ও আর্দ্রতার অবসান হয়েছে দিল্লিতে।
রাজধানী দিল্লিতে অনেকদিন হয়েছে বর্ষা ঢুকে পড়েছে, কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছে না। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল। এদিন সকাল থেকেই আংশিক মেঘলা ছিল দিল্লির আকাশ, কিন্তু দুপুরের পর থেকে দিল্লির প্রায় সর্বত্রই বৃষ্টিপাত হয়েছে, যেমন কৈলাসের পূর্ব, উত্তর-পশ্চিমে বুরারি, পূর্ব দিল্লিতে শাহদারা, পাটপারগঞ্জ এবং মধ্য দিল্লিতে আইটিও ক্রসিং এবং ইন্ডিয়া গেট প্রভৃতি জায়গায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির সৌজন্যে গরম একেবারেই উধাও হয়ে গিয়েছে দিল্লি থেকে।