CITU:সিআইটিইউর প্রতিষ্ঠা দিবস রাজ্যেও পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷  সোমবার রাজ্যে যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ৪১ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়৷ এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় পুরানো মোটর স্ট্যান্ডে৷ প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে এদের মোটর স্ট্যান্ড এলাকায় বৃক্ষরোপন করা হয়৷ সিআইটিইউর অন্তর্ভুক্ত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ৪১ তম প্রতিষ্ঠা দিবস আজ রাজ্যে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে৷ 

এ উপলক্ষে আগরতলার পুরানো মোটর স্ট্যান্ডে মূল অনুষ্ঠানে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়৷ শহীদদের প্রতি স্মৃতিচারণ করে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দ৷ আগরতলা ছাড়াও রাজ্যের অন্যান্য স্থানে এদিন সিআইটিইউর ৪১ তম প্রতিষ্ঠা দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে৷ আগরতলায় পুরনো মোটরস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিটুনেতা অমল চক্রবর্তী বলেন বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে গণতন্ত্র বিপন্ন৷ মোটর শ্রমিকদের ওপর এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই নানাভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে৷ সিট্যু ভুক্ত শ্রমিকরা মুখ খুললেই তাদেরকে লাইন আউট করে দেওয়া হয়৷ শ্রমিকদের ওপর ও গণতান্ত্রিক কার্যকলাপ প্রতিনিয়ত সংঘটিত করা হচ্ছে৷ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে বলে তিনি উল্লেখ করেন৷ 

সিট্যু নেতা অমল চক্রবর্তী বলেন, বর্তমান সরকারের আমলে পরিবহন শ্রমিকদের ওপর যেভাবে ফ্যাসিস্ট সুলভ আচরণ করা হয়েছে তা সভ্য দেশে , সভ্য সমাজে কোনোভাবে মেনে নেওয়া যায় না৷ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আজ মোটর শ্রমিকরা শপথ গ্রহণ করেছেন বলেও জানান তিনি৷ আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে মোটর শ্রমিক ইউনিয়নের ৪১ তম প্রতিস্টা দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *