Ramnath Kovind:ঈদ-উল-আদহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি কোবিন্দ

নয়াদিল্লি, ১০ জুলাই ( হি.স.) : আজ রবিবার ঈদ-উল-আদহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। তিনি বলেন, এই উত্সবটি ত্যাগ এবং মানব সেবার প্রতীক। তিনি দেশের সমৃদ্ধি ও সার্বিক উন্নয়নে কাজ করারও আহ্বান জানান।

এদিন ভারতের রাষ্ট্রপতি তাঁর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে টুইট করে লেখেন, “ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের সকল মানুষকে বিশেষ করে আমাদের মুসলিম ভাই-বোনদের শুভেচ্ছা। ঈদ-উল-আদহা ত্যাগ ও মানবসেবার প্রতীক। আসুন আমরা এই উপলক্ষটিকে উৎসর্গ করার সংকল্প গ্রহণ করি। আমরা মানবজাতির সেবা করি এবং দেশের সমৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করি।”
ঈদুল আদহা বা বকরি ঈদ, যা এই বছরের ১০ জুলাই পালিত হচ্ছে। এটি একটি পবিত্র উপলক্ষ যাকে ‘ত্যাগের উত্সব’ও বলা হয় এবং এটি ইসলামের দ্বাদশ তম মাস ধু আল-হিজ্জার দশমতম দিনে উদযাপিত হয়। চন্দ্র পঞ্জিকা. এটি বার্ষিক হজ যাত্রার সমাপ্তি হিসেবে চিহ্নিত করে।

ঈদ আল-আদহা হল আনন্দ এবং শান্তির একটি উৎসব, যেখানে লোকেরা তাদের পরিবারের সঙ্গে উদযাপন করে। অতীতের ক্ষোভ ছেড়ে দেয় এবং একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করে। এটি হযরত আব্রাহামের ঈশ্বরের জন্য সবকিছু উৎসর্গ করার ইচ্ছুকতার স্মারক হিসেবে পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *