কলকাতা,১০ জুলাই (হি. স.):করোনা হানায় নাজেহাল শহরবাসী । প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা । রবিবার
ডানলপে কলেরা আক্রান্তের হদিশ ।
কলেরা আক্রান্ত ৬২ বছরের ব্যক্তি ডানলপের বাসিন্দা । ওই ব্যক্তির গত কয়েকদিন ধরে ওই ব্যক্তির একটানা জ্বর থাক শুক্রবার রাতে পরীক্ষা করানোর পর রবিবার ওই ব্যক্তির কলেরা ধরা পড়ে । আপাতত ডানলপের এক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে ওই ব্যক্তির । সঠিক সময়ে রোগ চিহ্নিত না হলে প্রাণঘাতী হতে পারত বলছেন চিকিত্সকরা ।