BJP MLA:বিজেপি বিধায়কের বাড়ির কাছে সোনা ও রূপা ভর্তি একটি ব্যাগ উদ্ধার

ম্বই, ১০ জুলাই ( হি.স.) : রবিবার সকালে মুম্বইয়ে ভারতীয় জনতা পার্টির বিধায়ক প্রসাদ লাডের বাড়ির কাছে সোনা-রূপা এবং দেবতার মূর্তি ভর্তি একটি ব্যাগ পাওয়া গিয়েছে। পুলিশ এই ব্যাগটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

বিধায়ক প্রসাদ লাড জানান, রবিবার সকালে নিরাপত্তা কর্মীরা তাঁকে এই ব্যাগটির কথা জানান। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ বলছে, এই ব্যাগের ভেতরে তিনটি আলাদা ব্যাগ রাখা ছিল। তাদের কাছ থেকে সোনা, রূপা, টাকা ও দেবদেবীর মূর্তি পাওয়া গেছে। নিরাপত্তা কর্মীরা জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তি ব্যাগটি নিয়ে এলেও তাকে ডাকা হলে ব্যাগটি সেখানে রেখে পালিয়ে যায়।
প্রসাদ লাড কিছুদিন আগেই বিধান পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁকে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। লাডও কয়েকদিন আগে প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন।