নগাঁও (অসম), ১০ জুলাই (হি.স.) : দু-দুবারের প্ৰলয়ংকরী বন্যায় তছনছ করে দিয়েছে মরিগাঁও জেলার অন্তর্গত রহার ৯০ শতাংশ বিস্তীর্ণ অঞ্চল। বৰ্তমানে বন্যার ভয়াবহ তাণ্ডব কিছুটা কমেছে। কমেছে কপিলি নদীর জলস্তরও। তবে কলং নদীর জলোচ্ছ্বাস এখনও রহার দুৰ্গাজান ও সংলগ্ন এলাকাকে প্লাবিত করে রেখেছে।
বন্যার জলে ভেঙে গেছে দুৰ্গাজানের নদীবাঁধ। বিধ্বস্ত বাঁধ, ফলে মানুষের বাড়িঘরে জল এখনও রয়েছে। যাতায়ত ব্যবস্থাও বিপর্যস্ত। দুৰ্গাজান বাঁধের স্থানে স্থানে বাঁশের সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয়রা যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। জলসম্পদ বিভাগ যাতায়তের জন্য অস্থায়ীভাবে তৈরি করে দিয়েছে বাঁশের সাঁকোগুলি।
দুৰ্গাজান থেকে রহাচকিতে যেতে হলে পার হতে হয় সাতটি বাঁশের সাঁকো। এছাড়া বর্তমানে অত্যাবশ্যক পণ্য সামগ্রী সরবরাহও সম্পূৰ্ণ ব্যাহত হয়ে পড়েছে কেবলমাত্র যাতায়াত ব্যবস্থার জন্য। ফলে অতি শীঘ্ৰ বাঁধ তৈরি কতে সরকারের কাছে দাবি জানিয়েছেন গ্রামের আপামর জনতা।