কলকাতা, ৮ জুলাই (হি. স.) : ভাটপাড়ায় ফের বিস্ফোরণ হল। শুক্রবার দুপুরে কাঁকিনাড়া নয়াবাজার এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি বহুতলের নিচে বন্ধ থাকা দোকানেই হয় বিস্ফোরণ। বিকট শব্দ ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। উড়ে যায় দোকানের শাটার। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। তদন্তে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের ফলে জখম হয়েছেন ২ জন। তাঁদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর জখম হয়া ব্যক্তির নাম মহম্মদ কালামুদ্দিন। তাঁকে ভর্তি করা হয়েছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। বিস্ফোরণের ফলে দোকানের শাটার উড়ে যায় প্রায় ৫০ ফুট। ভেঙে পড়ে স্থানীয় একটি মাংসের দোকানের দেওয়াল।
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। সমস্ত এলাকা ঘিরে রাখা হয়েছে। খবর লেখা পর্যন্ত জানা গিয়েছে, প্রাথমিক ভাবে অনুমান গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। সত্যি কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যেই বন্ধ দোকানে বিস্ফোরণ হয়েছে তা বন্ধ ছিল দীর্ঘদিন ধরে। এর আগেও সম্প্রতি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ভাটপাড়ায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, সত্যিই গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ না কি অন্য বিস্ফোরক মজুত ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা হলে, ওই সিলিন্ডার বৈধ কি না, খতিয়ে দেখা হচ্ছে তাও। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের পাশাপাশি দেখা গিয়েছে আতঙ্ক। জানা গিয়েছে, জুম্মা নামাজ পড়ার সময় শোনা গিয়েছিল বিস্ফোরণের শব্দ। তারপর দেখা যায় বন্ধ দোকানেই ঘটেছে বিস্ফোরণের ঘটনা। এলাকা জুড়ে মোতায়েন পুলিশ।