অনাড়ম্বর অনুষ্ঠানে গুরপ্রীতকে বিয়ে করলেন ভগবন্ত মান, নতুন সফরে শুভেচ্ছা কেজরিওয়ালের

চন্ডীগড়, ৭ জুলাই (হি.স.): আবার বিয়ের পিঁড়িতে বসলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বৃহস্পতিবার চণ্ডীগড়ে অনাড়ম্বর অনুষ্ঠানে কাছের মানুষদের সঙ্গে নিয়ে গাঁটছড়া বাঁধলেন ৪৮ বছর বয়সি ভগবন্ত মান। পেশায় ডাক্তার গুরপ্রীত কউরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভগবন্ত মান। ৩২ বছর বয়সি গুরপ্রীত হরিয়ানার মেয়ে। তবে বর্তমানে থাকেন পঞ্জাবের রাজপুরায়। গুরপ্রীত পেশায় এক জন চিকিৎসক।

চণ্ডীগড়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে বসে বিয়ের আসর। সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা-সহ ঘনিষ্ঠ অতিথিদের উপস্থিতিতে বিয়ে করেছেন ভগবন্ত ও গুরপ্রীত। নতুন সফরে পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ভগবন্ত মানের অবশ্য এটা দ্বিতীয় বিয়ে। ২০১৫ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। তাঁদের এক কন্যা ও পুত্রসন্তান রয়েছে। প্রথম বিয়ে টেকেনি। এ বার জীবনে আরও একটা ইনিংস শুরু করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী।

শোনা যায়, দেড় বছর আগে গুরপ্রীতের সঙ্গে আলাপ হয় ভগবন্তের। মুখ্যমন্ত্রীর মা ও বোনের খুব কাছের মানুষ গুরপ্রীত। একাধিক অনুষ্ঠানে ভগবন্তের পরিবারের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে গুরপ্রীতকে। মুখ্যমন্ত্রী হিসাবে গুরপ্রীতের শপথের সময়ও পাশে ছিলেন তাঁর স্ত্রী। হরিয়ানার মৌলানায় মহর্ষি মারকান্দেশ্বর মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা করেছেন গুরপ্রীত। মেধাবী গুরপ্রীত স্বর্ণপদকও পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *