অবিশ্রান্ত বৃষ্টিতে জলমগ্ন মুম্বই, ১২ ঘন্টায় ৯৫.৮১ মিলিমিটার বৃষ্টি বাণিজ্যনগরীতে

মুম্বই, ৫ জুলাই (হি.স.): অবিশ্রান্ত বৃষ্টিতে নাজেহাল হয়ে পড়ল বাণিজ্যনগরী মুম্বই। বিগত ১২ ঘন্টায় ৯৫.৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মুম্বইয়ে, একনাগাড়ে বৃষ্টিতে মুম্বইয়ের সিওন সার্কেল-সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় শ্লথ গতিতে চলাচল করেছে যানবাহন। শুধুমাত্র মুম্বই নয়, মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আধিকারিকদের নজরদারি রাখতে ও এনডিআরএফ স্কোয়াডগুলিকে প্রস্তুত রাখার জন্য আগাম নির্দেশ দিয়েছেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে, মুখ্য সচিব মনুকুমার শ্রীবাস্তবের সঙ্গে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে কথা বলেছেন এবং সমস্ত সংশ্লিষ্ট জেলার সচিবদের সতর্ক থাকতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছেন। মুম্বইয়ের সিওন এলাকার বিভিন্ন অংশ এখন জলের তলায়। আন্ধেরি সাবওয়ে জলের তলায় চলে গিয়েছে। বৃষ্টিতে সর্বত্র জল জমে যাওয়ায় দুর্বিষহ অবস্থা সিওন এলাকার বাসিন্দাদের।