মুম্বই, ৫ জুলাই (হি.স.): শিবসেনা হল বাবাসাহেব ঠাকরের, অন্য কারও হতেই পারে না। বললেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, অর্থের মাধ্যমে শিবসেনাকে হাইজ্যাক করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শুধু টাকা নয়, অন্য কিছুও দেওয়া হয়েছিল। যখন এই ‘কিছু’ বিষয়টি প্রকাশ্যে আসবে তখন সবকিছু পরিষ্কার হবে।”
একনাথ শিন্ডে শিবিরের বিদ্রোহীদের উদ্দেশে সঞ্জয় রাউত বলেছেন, এই সমস্ত বিধায়করা ফিরে আসবেন, এ বিষয়ে আমরা এখনও আশাবাদী। আমরা সর্বদা বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় ছিলাম, তাঁরা আমাদের দলের এবং অবশ্যই ফিরে আসবেন। সঞ্জয় রাউত এদিন আরও বলেছেন, শিবসেনা হিসেবে আমরা ১০০ আসনে জিতব বলেই আশাবাদী। উদ্ধব ঠাকরেজি বলেছেন, ভোট হতে দিন সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। কে জিতবে, কে হারবে তা দেখা যাবে।