জম্মু, ৫ জুলাই (হি.স.): প্রতিকূল আবহাওয়ার জন্য সাময়িক ভাবে বন্ধ করা হল বার্ষিক অমরনাথ যাত্রা। পহেলগামের নুনওয়ান বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের এগোতে দেওয়া হচ্ছে না বলে জানা গিয়েছে। এক আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণেই তীর্থযাত্রীদের নুনওয়ান বেস ক্যাম্প থেকে এগোতে দেওয়া হচ্ছে না। তীর্থযাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে নুনওয়ান ক্যাম্পে প্রায় তিন হাজার তীর্থযাত্রী রয়েছেন। গত ৩০ জুন থেকে এ বছর অমরনাথ যাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যেই ৬৫ হাজারেরও বেশি তীর্থযাত্রী দর্শন করেছেন। ৪৩ দিন ব্যাপী অমরনাথ যাত্রা আগামী ১১ আগস্ট শেষ হবে।
ভারী বৃষ্টি গরম থেকে কাশ্মীরকে স্বস্তি দিয়েছে ঠিকই, তবে মেঘভাঙা বৃষ্টিতে মঙ্গলবার মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলার কাঙ্গানের কুল্লান এলাকায় সৃষ্ট আকস্মিক বন্যায় শ্রীনগর-লেহ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। কাশ্মীরের অন্যত্রও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণেই সাময়িকের বন্ধ করা হয়েছে অমরনাথ যাত্রা।

