লন্ডন, ৪ জুলাই (হি.স.) : নেদারল্যান্ডসের টিম ভ্যান রিথোভেনকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন নোভাক জোকোভিচ। এ নিয়ে উইম্বলডনে ৮৩টি ম্যাচ জিতলেন সার্বিয়ান টেনিস তারকা।
ভ্যাকসিন-বিতর্কে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি সার্বিয়ার টেনিস তারকা । নাদালের কাছে পর্যদুস্ত হয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল । ফলে গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যায় ফেডেরারকে টপকাতে উইম্বলডনকেই পাখির চোখ করেছেন বিশ্বের বিশ্বের এক নম্বর টেনিস তারকা । সেই লক্ষ্যে আরেকধাপ এগোলেন নোভাক জকোভিচ । প্রি-কোয়ার্টার ফাইনালে অল ইংল্যান্ড ক্লাবে চতুর্থ রাউন্ডে রিথোভেনের মুখোমুখি হয়েছিলেন জোকার। বিশ্বের ২০৫ নম্বর বাছাই রিথোফেনের বিপক্ষে ৬-২, ৪-৬, ৬-১, ৬-২ গেমে জিতলেন তিনি।
২০১৭ সালের কোয়ার্টার ফাইনালে টমাস বার্ডিচের বিপক্ষে ম্যাচে চোটের কারণে ছিটকে যাওয়ার পর থেকে উইম্বলডনে অপরাজিত জোকোভিচ। এবারও তিনি যদি উইম্বলডন জেতেন, তাহলে পিট স্যাম্প্রাসের সাত বারের উইম্বলডন জয়ের রেকর্ড (রজার ফেডেরারের পর দ্বিতীয় সর্বোচ্চ) স্পর্শ করবেন তিনি।