Shiv Sena:প্রাক্তন সাংসদ শিবাজিরাও আদলরাও পাটিলকে বহিষ্কার করল শিবসেনা

মুম্বই, ৩ জুলাই ( হি. স.) : দলের নেতা তথা শিরুরের প্রাক্তন সাংসদ শিবাজিরাও আদলরাও পাটিলকে দল থেকে বহিষ্কার করল শিবসেনা। শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে পাটিলকে দলবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ এনে এই পদক্ষেপ নিয়েছেন।

পোস্টার-ব্যানার লাগিয়ে শিবাজি আদলরাও পাটিল মুখ্যমন্ত্রী হওয়ার জন্য একনাথ শিন্দেকে অভিনন্দন জানিয়েছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় একনাথকে হিন্দুত্বের প্রহরী বলা হয়। শিবসেনার কেন্দ্রীয় কার্যালয় পাতিলের বহিষ্কারের বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে।
শিবাজিরাও আদলরাও পাটিল পুনে জেলায় শিবসেনার বিস্তারে মুখ্য ভূমিকা পালন করেছেন। তিনি শিরুর থেকে ২০০৪, ২০০৯ এবং ২০১৪ সালে শিবসেনার টিকিটে লোকসভা নির্বাচনে জয়ী হন। পার্লামেন্টে ভালো পারফরম্যান্সের জন্য তিনি সংসদীয় রত্ন পুরস্কারও পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *