Murder Case:মহারাষ্ট্রে উমেশ কোলহে হত্যাকাণ্ডে মূলচক্রী গ্রেফতার

নাগপুর, ৩ জুলাই ( হি. স.) : মহারাষ্ট্রের অমরাবতীতে ব্যবসায়ী হত্যার ঘটনায় মূলচক্রী-সহ আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। নূপুর শর্মার সমর্থনে নেটমাধ্যমে পোস্ট করার ‘অপরাধে’ ৫৪ বছর বয়সি প্রহ্লাদরাও কোলহেকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পুলিশ সূত্রে খবর, কোলহেকে হত্যায় মূলচক্রী ইরফান খানকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান। গ্রেফতার করা হয়েছে বছর চুয়াল্লিশের পশু চিকিৎসক ইউসুফ খানকেও।
শনিবার রাতে নাগপুর থেকে গ্রেফতার করা হয়েছে ইরফানকে। শুক্রবার রাতে অমরাবতী থেকে ধরা হয় ইউসুফকে। অমরাবতী শহরের পুলিশ কমিশনার আরতি সিং বলেন, ‘‘ইরফানের সংস্থায় ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *