মুম্বই, ২ জুলাই (হি.স.): দল-বিরোধী কার্যকলাপে অত্যন্ত কঠোর হলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে শিবসেনা থেকে বহিষ্কার করেছেন উদ্ধব ঠাকরে। শিন্ডেকে লেখা একটি চিঠিতে উদ্ধব ঠাকরে জানিয়েছেন, দল-বিরোধী কার্যকলাপের জন্য শিন্ডেকে শিবসেনা থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, একনাথ শিন্ডে ও তাঁকে সমর্থন করা কয়েকজন বিদ্রোহী বিধায়কদের জন্যই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয়েছে উদ্ধব ঠাকরেকে। উদ্ধব ইস্তফা দেওয়ার পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন একনাথ শিন্ডে, এবার একনাথ শিন্ডেকে শিবসেনা থেকেই বহিষ্কার করলেন উদ্ধব ঠাকরে, তাঁর বিরুদ্ধে আনা হয়েছে দল-বিরোধী কার্যকলাপের অভিযোগ।