গুয়াহাটি, ২ জুলাই (হি.স.) : মণিপুরে টুপুল রেললাইন নির্মাণ প্রজেক্টে সংঘটিত ভূমিধসের কবলে পড়ে মরিগাঁওয়ের বাসিন্দা এক শ্রমিকের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। টুপুলে উদ্ধারকার্যের তদারকি করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গুয়াহাটি থেকে মণিপুর গিয়েছেন রাজ্যের জলসম্পদ, তথ্য ও জনসংযোগ দফতরের মন্ত্রী পীযূষ হাজরিকা।
এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘মণিপুরে মর্মান্তিক ভূমিধসে অসমের মরিগাঁও জেলার এক বাসিন্দা প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত পাঁচজন চিকিৎসাধীন এবং ১৬ জন এখনও নিখোঁজ রয়েছেন শুনে আমি খুব বেদনাহত।’ মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ক্ষিপ্রতার সঙ্গে ত্রাণ ও উদ্ধারকার্য পরিচালনার জন্য মন্ত্রী পীযূষ হাজরিকাকে মণিপুরে পাঠানো হয়েছে।’