New Government of Maharashtra: মহারাষ্ট্রের নয়া সরকারকে বিরক্ত করবে না শিবসেনা, কাজ করতে হবে জনগণের জন্য : রাউত

মুম্বই, ১ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের নতুন সরকারকে ‘বিরক্ত’ করবে না শিবসেনা। আশ্বস্ত করলেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। একইসঙ্গে তিনি জানিয়েছেন, জনগণের জন্য কাজ করতে হবে এই সরকারকে। আক্রমণ করতে অবশ্য ভোলেননি সঞ্জয় রাউত, তিনি বলেছেন, “আমি নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছি। আমি তাঁদের স্বাগত জানাই। যখন উদ্ধব ঠাকরে সরকার ক্ষমতায় এসেছিল, তখন প্রথম দিন থেকেই বলে আসছিল তাঁরা সরকারকে বিরক্ত করবে। কিন্তু আমরা তেমনটা করব না। আমরা নতুন সরকারকে বিরক্ত করব না। তবে মানুষের জন্য কাজ করতে হবে এই সরকারকে।”

মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে শিবসেনা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, এ প্রসঙ্গে এদিন সঞ্জয় রাউত বলেছেন, “আমি মনে করি না আমাদের সংগঠন একটুও দুর্বল হয়েছে…কেউ বিচলিত নয়।” উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনে মহারাষ্ট্রের ২০তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করেছেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ। তার পরই উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন দেবেন্দ্র ফড়ণবীশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *