পাসপোর্ট ফেরত পেতে আদালতের দ্বারস্থ শাহরুখ পুত্র, ১৩ জুলাই পরবর্তী শুনানি

মুম্বই, ১ জুলাই (হি. স.) : নিজের পাসপোর্ট ফেরত পেতে মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। পাসপোর্ট ফেরত পেতে মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালতের শরণাপন্ন হয়েছেন আরিয়ান। আরিয়ানের এই আবেদনের প্রেক্ষিতে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র কাছ থেকে জবাব চেয়েছে আদালত। আগামী ১৩ জুলাই পরবর্তী শুনানির দিক ঠিক হয়েছে।

বেশ কয়েক মাস হল মাদক-কাণ্ডে নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর ছাড়া পেয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। তবে বাজেয়াপ্ত হওয়া পাসপোর্ট এখনও ফেরত পাননি তিনি। কবে পাবেন, সে নিয়ে নিশ্চয়তাও মেলেনি। সে নিয়েই ক্ষুব্ধ আরিয়ান আদালতে আবেদন জানালেন। ২০২১ সালের ৩ অক্টোবর মুম্বইতে এক প্রমোদতরীতে অভিযান চালিয়ে আরিয়ান ও তাঁর সঙ্গীদের গ্রেফতার করেছিল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। বহু তল্লাশি করেও আরিয়ানের কাছে মাদক পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের পর জামিনে ছাড়া হয়েছিল তাঁকে। তবে শর্ত ছিল কঠোর। আদালতের কাছে পাসপোর্ট সমর্পণ করতে হয়েছিল শাহরুখ-তনয়কে। মুম্বই ছেড়ে দেশের বাইরে যাওয়ার অনুমতি ছিল না তাঁর।

আরিয়ান তাঁর পাসপোর্ট ফেরত পাওয়ার জন্য বিশেষ এনডিপিএস আদালতে আবেদন জানিয়েছেন। আদালতে তিনি জানান, দেশের বাইরে যাওয়ার ছাড়পত্র হিসাবে তাঁকে যেন পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়। আদালত বিষয়টিকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। এনসিবি-কে জবাব দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। আগামী ১৩ জুলাই শুনানির দিন ধার্য করেছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *