ওয়ানাড, ১ জুলাই ( হি. স.) : তিনদিনের সফরে নিজের লোকসভা কেন্দ্র কেরলের ওয়ানাডে এলেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী। শুক্রবার কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাঁকে রাজ্যের কংগ্রেস নেতা ও কর্মীরা স্বাগত জানান। কংগ্রেস নেতা, দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে আজ সন্ধ্যায় কালপেট্টার বাথেরি গান্ধী স্কোয়ারে আয়োজিত একটি জনসাধারণের অনুষ্ঠানে যোগ দেবেন।
কেরলে সিপিএমের সদর দফতর একেজি সেন্টারে বৃহস্পতিবার গভীর রাতে বোমা হামলার প্রেক্ষিতে রাজনৈতিক অনুষ্ঠানে গান্ধীর অংশগ্রহণের সময় নিরাপত্তা জোরদার করা হয়েছে।