নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার এক টুইট বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, মহাপ্রভু জগন্নাথদেবের আশীর্বাদে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক। উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুও রথযাত্রা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “রথযাত্রা উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা। ভগবান জগন্নাথের কাছে নিরন্তর আশীর্বাদ প্রার্থনা করছি। আমরা সবাই সুস্বাস্থ্য ও সুখে আশীর্বাদিত হউক এটাই কামনা করছি।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, রথযাত্রা বিশ্বাস ও ভক্তির এক অপূর্ব মেলবন্ধন। তিনি প্রভু জগন্নাথদেবের কাছে সকলের মঙ্গল কামনা করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরও রথযাত্রা উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

