Draupadi Murmu in Bihar: আগামী ৫ জুলাই বিহারে আসবেন দ্রৌপদী মুর্মু

পটনা, ১ জুলাই ( হি. স.) : এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু আগামী ৫ জুলাই বিহারে আসছেন। সমর্থনের জন্য তিনি এখানে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সহ এনডিএ নেতাদের সঙ্গে দেখা করবেন। যদিও জেডিইউ ইতিমধ্যেই তাঁকে সমর্থন করেছে।

জানা গিয়েছে, জেডিইউ এবং বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাত ছাড়াও মুর্মু অন্যান্য এনডিএ আসনের নেতাদের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে। তিনি এনডিএ বিরোধী দলের নেতাদের সঙ্গেও দেখা করবেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিহারের ভোটের গুরুত্ব অনেক বেশি। বিহারের সাংসদের ভোটের মূল্য ৩৯২০০। বিহারে বিধায়কের সংখ্যা ২৪৩ এবং মোট সাংসদের সংখ্যা ৫৬ জন। এর মধ্যে ৪০ জন লোকসভা থেকে এবং ১৬ জন রাজ্যসভার। রাজ্যসভা, লোকসভা এবং বিধানসভা তিনটি সহ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিহারে মোট ৮১ হাজার ২৩৯ ভোট রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে বিহারের একজন বিধায়কের ভোটের মূল্য ১৭৩। এভাবে বিধায়কদের মোট ভোটের মূল্য ৪২ হাজার ৩৯টি। এই ভোটগুলি দ্রৌপদী মুর্মুকে জয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *