আগরতলা, ৩০ জুন : লেক চৌমুহনী বাজারের ব্যবসায়ীরা আজ দুই নেশা কারবারিকে আটক করেছে। বাজারের ব্যবসায়ীরা তাদের হাতে নাতে আটক করে পুলিশকে খবর দিয়েছে। ধৃত দুই নেশা কারবারীর নাম আকাশ দত্ত ও অর্জুন সরকার। তাদের কাছ থেকে দেড়শ কৌটা ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ।
লেক চৌমুহনী বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরেই এলাকার পরিবেশ নষ্ট করছে এই নেশা কারবারিরা। ধৃত দুই যুবক জানিয়েছে, তাদের দলের মূল মাস্টারমাইন্ডের নাম সুমিত দাস। তার বাড়ি রাধানগর এলাকায়। এছাড়াও সমীর দাস নামে অপর একজন জড়িত আছে এই নেশা কারবারে। তারা এই এলাকায় প্রায়শই নেশা সামগ্রী বিক্রি করেন।
এদিকে বাজারের ব্যবসায়ীরা দাবি করেছেন অবিলম্বে পুলিশ যেন তাদের প্রত্যেককে আটক করে কঠোর শাস্তির ব্যবস্থা করেন। ধৃত দুই যুবককে পুলিশ থানায় নিয়ে গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত খবরের ভিত্তিতে পরবর্তীতে এই চক্রে জড়িত অন্যান্যদেরও আটক করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ।