ISKCON:আগামীকাল রথযাত্রা, ইসকনের আয়োজন

আগরতলা, ৩০ জুন : আগামীকাল রথযাত্রা। হিন্দু ধর্মাবলম্বীদের আরেকটি পবিত্র উৎসব। রাজ্যের প্রায় সর্বত্রই হিন্দু ধর্মাবলম্বীরা এই পবিত্র উৎসবে জগন্নাথ দেবের আরাধনায় ব্রতী হন। করোনার প্রকোপ কাটিয়ে এবার মহা ধুমধামে রথযাত্রা পালিত হবে।

রাজধানীর ইসকন মন্দিরে রথ যাত্রার আয়োজন করা হয়েছে। এই রথযাত্রাকে কেন্দ্র করে সাতদিনব্যাপী চলবে অনুষ্ঠান। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন ইসকন মিশন আগরতলার সহ-সভাপতি গোবিন্দ দাস।

তিনি আরো জানান, শুক্রবার সকালে রাজধানীর মঠ চৌমুহনীস্থিত ইসকন মন্দিরে পুজো দিয়ে এবারের রথ উৎসবের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বিকেলে অনুষ্ঠিত হবে রথযাত্রা। ওই সময় উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি বলেন, আগরতলা ইসকনের  তরফ থেকে তিনটি রথ বের করা হচ্ছে। রথগুলি শহর পরিক্রমা করে সেখান থেকে এমবিবি ক্লাবস্থিত মাসির বাড়িতে যাবেন। উল্টো রথ অনুষ্ঠিত হবে ৯ই জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *