আগরতলা, ২৯ জুন : বাইপাস রোডের মলয়নগরে কাঠিয়া বাবা আশ্রম সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম স্বপন পাল। বাড়ি মলয় নগর এলাকায়।
জানা গেছে, তিনি বাইক নিয়ে রাণীরবাজার থেকে বাইপাস রোডে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বিপরীত দিক থেকে দ্রুত বেগে আসা একটি গাড়ির ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে তিনি গুরুতরভাবে আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে দমকল বাহিনীর জওয়ানরা জিবি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ এ ব্যাপারে একই মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে।
এদিকে, দুর্ঘটনার পর গাড়িচালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। মৃতের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে গাড়িটি ডান দিকে এসে বাইককে চাপা দিয়েছে। পথ দুর্ঘটনায় স্বপন পাল নামে মলয় নগর এলাকার বাসিন্দা মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।উল্লেখ্য, বাইপাস সড়কে দ্রুত বেগে যানবাহন চলাচল করে। ফলে প্রায় সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে চলেছে। যানবাহনের গতি নিয়ন্ত্রণ এর জন্য কোন ধরনের ব্যবস্থা নেই বলেও অভিযোগ।