কাশ্মীরের সর্বত্রই চড়ছে পারদ, আগামী ২৪ ঘন্টা শুষ্ক থাকবে উপত্যকার আবহাওয়া

শ্রীনগর, ২৫ জুন (হি.স.): মাঝে কিছু দিন আগে অবিশ্রান্ত বৃষ্টিতে বন্যার মত পরিস্থিতি তৈরি হয়েছিল কাশ্মীরের বিভিন্ন জেলায়। অবশেষে কাশ্মীর উপত্যকায় থেমেছে বৃষ্টি, বর্ষণ থামতেই ফের চড়ছে তাপমাত্রার পারদ। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা শুষ্ক থাকবে উপত্যকার আবহাওয়া। এই সময়ে আকাশ থাকবে আংশিক মেঘলা।

জম্মু ও কাশ্মীরের সর্বত্রই বেড়েছে তাপমাত্রার পারদ। এদিন শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ৬.৩ ডিগ্রি, গুলমার্গে ৪.৩ ডিগ্রি। লাদাখের লেহ-তে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াস, কার্গিলে ১০ ডিগ্রি, জম্মুতে এদিন তাপমাত্রা বেড়ে ২১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।