Judo :দীর্ঘ ২৫ বছর পর জুডোতে এনআইএস ত্রিপুরার মিহিরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন।। দীর্ঘ ২৫ বছর। জুডোতে এন আই এস ডিপ্লোমা করলেন রাজ্যের কোনও ক্রীড়াবিদ। ১৯৯৭ সালে শেষ বার ওই ইভেন্টে ডিপ্লোমা করেছিলেন দেবাশিষ ভট্টাচার্য এবং মানিক লাল দেব। ওই সময় পূর্বোত্তরের জন্য কৌটা থাকতো। আর এবার পাতিয়ালা থেকে ডিপ্লোমা করলেন মোহনপুর মহকুমার ক্রীড়া দপ্তরের ক্রীড়া আধিকারিক মিহির শীল। বৃহস্পতিবার ডাকযোগে সংশাপত্র আসলো ওনার কাছে। পরে এক সাক্ষাৎকারে মিহির শীল বলেন,”ডিপ্লোমা করতে গিয়ে নতুন অনেক কিছু শিখেছি। যা রাজ্যের জুডোর পাশাপাশি অন্য ইভেন্টের খেলোয়াড়দের অনুশীলন করাতে সহায়তা করবে”। প্রসঙ্গত:‌ উদয়পুর জুডো সেন্টারের জুডোকারদের এখনও অনুশীলন করার মিহির শীল।