Volleyball :’প্রিন্সেস কাপ’ ভলিবলে অংশ নিতে জাতীয় দল এখন থাইল্যান্ডে

ভুবনেশ্বর, ওড়িশা, ২৩ জুন।। থাইল্যান্ডে প্রিন্সেস কাপ ভলিবল শুরু হচ্ছে আগামীকাল থেকে।আন্তর্জাতিক মানের এই ভলিবল আসরে অংশ নিচ্ছে ভারত। নির্বাচিত সিনিয়র মহিলা দল এই আসরে অংশ নিতে বুধবার, ভুবনেশ্বর থেকে রওনা হয়েছে। ইতিমধ্যে পুরো জাতীয় দল থাইলেন্ডে অবস্থান করছে। আগামীকাল থেকে থাইল্যান্ডের নাখন প্যাথম-এ শুরু হচ্ছে প্রিন্সেস কাপ তৃতীয় বারের মতো এশিয়ান ভলিবল কনফেডারেশন মহিলাদের চ্যালেঞ্জ কাপ ভলিবল টুর্নামেন্ট। ছয় দিনব্যাপী এই আসর চলবে ২৯ জুন পর্যন্ত। ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়া’র উদ্যোগে ওড়িশা ভলিবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় গত ২২ এপ্রিল থেকে আট সপ্তাহ ব্যাপী আয়োজিত আবাসিক প্রশিক্ষণ শিবির থেকে একাধারে ১৪ জন খেলোয়াড় এবং চারজন অফিশিয়ালকে নির্বাচিত করা হয়েছে। প্রখ্যাত কিট্ ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় বিজু পট্টনায়ক ইনডোর স্টেডিয়ামে ক্যাম্পাস-১৩ এ ২০ জন বাছাইকৃত খেলোয়ারদের নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ শিবির ২২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। ভুবনেশ্বর থেকেই ১৪ জন খেলোয়াড় ও চারজন অফিশিয়াল সহ জাতীয় দল সরাসরি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদিকে খ্যাতনামা কিট্ এবং কিস্ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা তথা সাংসদ এবং ভলিবল ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি প্রফেসর ডঃ অচ্যূত সামন্ত জাতীয় দলের খেলোয়ারদের নাম ঘোষণা, প্রয়োজনীয় কিটস্ প্রদানের মধ্য দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক মানের এই আসরে জাতীয় দলের সাফল্যও কামনা করেছেন। জাতীয় দলের নির্বাচিত খেলোয়াড়রা হলো: রানী গুঞ্জন, আর. অশ্বথী,  কে. দেবিকা দেবরাজন, এন এস সারন্য, সুপ্রিয়া এস,  কে. এস. জিনি, নির্মলা (দলনেতৃ), এম শ্রুতি, জনসন জিন্সি, কে.পি. অনুশ্রী, অনুশ্রী ঘোষ, অম্বিকা, এঞ্জেল যোসেফ, অনন্যা দাশ। অফিসিয়াল হিসেবে রয়েছেন ম্যানেজার – বিজয়পাল সিং, হেড কোচ – চৌহান প্রীতম সিং, সহকারী কোচ – বৈশালী ফাড়তারে,  রেফারি – রামেশ্বর চৌহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *