বেঙ্গালুরু, কর্ণাটক, ২৩ জুন।। পাঁচ দিনের টেস্ট ম্যাচ। এক ম্যাচেই হিসেব পাকা। স্বাভাবিক কারণে প্রথম ইনিংসে এগিয়ে থাকা অত্যন্ত জরুরী। দুই ইনিংসের শেষে ম্যাচের সরাসরি ফয়সালা অনেকটা কম ম্যাচেই হয়েছে। মোটকথা, মুম্বাইকে মোক্ষম জবাব দিতে চলেছে মধ্যপ্রদেশ। রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বাই লড়ছে মধ্যপ্রদেশের বিরুদ্ধে। মুম্বাই শিবিরের অবশ্য ৪১ বার রঞ্জি ট্রফি জয়ের গৌরব রয়েছে। মধ্যপ্রদেশের ঝুলিতেও রয়েছে পাঁচবারের মুকুট জয়ের গৌরব গাঁথা। করোনা আবহে এক বছর বন্ধ থাকার পর এবার রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে মধ্যপ্রদেশ এখনো ২৫১ রানে পিছিয়ে রয়েছে। হাতে অবশ্য তাদের ৯ উইকেট বর্তমান। মুম্বাই এর আগে প্রথম দিন অর্থাৎ বুধবারের সংগৃহীত ২৪৮ রান হাতে নিয়ে খেলা শুরু করে ৩৭৪ রানে প্রথম ইনিংস ক্ষান্ত করে। প্রথম দিনে ৫ উইকেটের পতন ঘটেছিল। অবশিষ্ট ৫ উইকেট আজ ৩৭.৪ ওভারে ১২৬ রান যোগ করতে সক্ষম হয়েছে। দলের পক্ষে এস.এম খানের ১৩৪ রান যথেষ্ট উল্লেখের দাবি রাখে। ২৪৩টি বল খেলে খান ১৩টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। প্রথম দিনের স্কোর কার্ডে যশস্বী ভূপেন্দ্রর ৭৮ রান এবং অধিনায়ক পৃথ্বী শাহ’র ৪৭ রান উল্লেখযোগ্য ছিল। মধ্যপ্রদেশের গৌরব যাদব ১০৬ রানে চারটি, অনুভব আগরওয়াল ৮১ রানে তিনটি এবং সারাংশ জৈন ৪৭ রানে ২টি উইকেট পেয়েছে। কুমার কার্তিকেয় প্রথম দিনেই একটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৪১ ওভারে ১ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ওপেনার যশ দুবে ৪৪ রানে এবং ফার্স্ট ডাউনে শুভম শর্মা ৪১ রানে উইকেটে রয়েছেন। যদিও নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিমাংশু মন্ত্রী ৩১ রানে তুষার দেশপান্ডের বলে লেগ বিফোর হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। আগামীকাল, শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে মধ্যপ্রদেশ ২৫১ রানে পিছিয়ে থেকে স্কোরকার্ডে ১২৩ রান হাতে নিয়ে খেলা শুরু করবে।
2022-06-23

