৪ রাজ্যের ৩টি লোকসভা আসনে চলছে উপ-নির্বাচন, ৭টি বিধানসভা আসনেও শুরু প্রতিদ্বন্দ্বিতা

নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): দেশের ৪ রাজ্যের ৭টি বিধানসভা এবং দুই রাজ্যের ৩টি লোকসভা আসনে চলছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। ৭টি বিধানসভা আসনের মধ্যে ত্রিপুরার চারটি বিধানসভা (আগরতলা, টাউন বর্দোওয়ালি, সুরমা ও জবরাজনগর) কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ওই আসনগুলিতে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। এছাড়াও দিল্লির রাজিন্দর নগর, ঝাড়খণ্ডের মান্দার, অন্ধ্রপ্রদেশের আত্মাকুর আসনেও চলছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ।

উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৩টি লোকসভা আসনেও, যথাক্রমে উত্তর প্রদেশের আজমগড় ও রামপুর এবং পঞ্জাবের সাঙ্গরুর। ভগবন্ত মান পঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার পর খালি হয়ে যাওয়া সাঙ্গরুর লোকসভা আসন। তাই উপ-নির্বাচন অবশ্যসম্ভাবী হয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকেই দেশের ৪ রাজ্যের ৭টি বিধানসভা এবং দুই রাজ্যের ৩টি লোকসভা আসনে শুরু হয়েছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। গণনা হবে আগামী ২৬ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *