ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন।। পিছিয়ে গেলো রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারন সভা। নিয়মানুযায়ী জুন মাসেই হওয়ার কথা ছিলো রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারন সভা। কিন্তু উপ নির্বাচনের জন্য পিছিয়ে গেলো। রাজ্য স্কুল স্পোর্টস বোর্ড সূত্রে জানা গেছে, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে সম্ভবত হবে বার্ষিক সাধারন সভা। ওই সভায়ই আসন্ন মরশুমের যাবতীয় সূচী ঠিক করা হবে। সুব্রত মুখার্জি কাপ ফুটবল দিয়েই আগামী মরশুম শুরু করতে চাইছে রাজ্য স্কুল স্পোর্টস বোর্ড। এদিকে গেলোবারের রাজ্য স্কুল দাবা প্রতিযোগিতা সম্ভবত আর হচ্ছে না। জানা গেছে, নতুন মরশুমের জন্য গেলোবারের আসর এবার হওয়ার সম্ভাবনা কম। ফলে বঞ্চিত হতে যাচ্ছে দাবাড়ুরা।
2022-06-23