ভুবনেশ্বর, ২৩ জুন ( হি. স.) : রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মূর্মুর মনোনয়নে ওডিশার দুই মন্ত্রী প্রস্তাবক হবেন। এই প্রসঙ্গে বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে কথা বলেছেন।
এর পরে, পট্টনায়েক টুইট করেন, দুই প্রতিমন্ত্রী জগন্নাথ সারকা এবং টুকুনি সাহু দ্রৌপদী মূর্মুর মনোনয়নের প্রস্তাবক হবেন। উভয় মন্ত্রী আজ মনোনয়নপত্রে স্বাক্ষর করবেন এবং শুক্রবার মনোনয়নের সময় উপস্থিত থাকবেন।
যদিও পট্টনায়েক বর্তমানে ইতালি সফরে রয়েছেন। তিনি এর আগে রাজ্যের সমস্ত বিধায়কদের দলীয় লাইনের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মূর্মুকে সমর্থন করার জন্য আবেদন জানিয়েছেন।